মেটা মেন্টর নিয়ে এসেছে শর্ট সাজেশন সহ বাংলা ও ইংলিশ মিডিয়াম হ্যান্ড নোট এবং কোর্স, যা আপনার ব্যাংকিং ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে। ট্রেইনার হিসেবে আছেন-
Mohammad Samir Uddin, CFA, যিনি CFA Charter Holder (CFA Institute, U.S.A.), Banking Diploma এবং Islami Banking Diploma-তে দক্ষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA ও MBA করেছেন ফাইন্যান্সে এবং বর্তমানে MBL Asset Management Limited-এ Chief Executive Officer হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি EXIM Bank Limited-এ Principal Officer ছিলেন এবং 10 Minute School-এ 96th BPE কোর্সের Instructor হিসেবেও কাজ করেছেন। তিনি MetaMentor Center-এর প্রতিষ্ঠাতা, যা পেশাদার শেখার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে JAIBB এবং AIBB পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষভাবে তৈরি বাংলা ও ইংলিশ মিডিয়ামের হ্যান্ড নোট এবং ক্র্যাশ কোর্স। JAIBB-এর জন্য ৬টি সাবজেক্ট এবং AIBB-এর জন্য ৫টি বাধ্যতামূলক সাবজেক্টসহ অপশনাল বিষয় (কৃষি, মার্কেটিং, ফাইন্যান্সিয়াল ক্রাইম, ও শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং) সরবরাহ করা হয়।
প্রতি সাবজেক্টের হ্যান্ড নোটের মূল্য ২৫০ টাকা, সঙ্গে কুরিয়ার চার্জ ৫০ টাকা। এছাড়া, ক্র্যাশ কোর্সের জন্য প্রতি সাবজেক্টের ফি ১,০০০ টাকা।
আপনার কোর্সের মান যাচাই করতে প্রথম অধ্যায়ের নোট এবং স্যাম্পল ক্লাস ফ্রি ডাউনলোড করার সুযোগ রয়েছে। অর্ডার করতে এখনই WhatsApp-এ যোগাযোগ করুন: 01917298482।
Free materials to give you a head start in your banking exam prep.
Get expertly crafted printed notes in Bangla and English to ace your banking exams!
Accelerate your banking exam prep with our focused and effective crash courses!
Learn, Ask Questions, Start Your Learning Journey!